tumi ki kebali chabi (conclusion) - srikanto acharya lyrics
Loading...
তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা
ওই-যে সুদূর নীহারিকা
যারা করে আছে ভিড় আকাশের
নীড়,
ওই যারা দিনরাত্রি
আলো হাতে চলিয়াছে আঁধারের
যাত্রী গ্রহ তারা রবি,
তুমি কি তাদের মত সত্য নও।
হায় ছবি, তুমি শুধু ছবি।।
নয়ন সমুখে তুমি নাই,
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই–
আজি তাই
শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল।
আমার নিখিল তোমাতে পেয়েছে
তার অন্তরের মিল।
নাহি জানি, কেহ নাহি জানে–
তব সুর বাজে মোর গানে,
কবির অন্তরে তুমি কবি–
নও ছবি, নও ছবি, নও শুধু ছবি।।
Random Song Lyrics :
- luna - japogvng lyrics
- just want to - jiesel lyrics
- blah (속삭여) - 1the9 lyrics
- todo es temporal - draw lyrics
- tuesday nights (interlude) - jewlz lyrics
- outro: ego ( map or the soul 7) - j-hope lyrics
- azur - gambi lyrics
- hey i'm earth - zander ciochetti lyrics
- el óxido y la máquina - ekkaia lyrics
- idk - kapelswan lyrics