charandwani shuni tobo - srikanto acharya lyrics
Loading...
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
ভাবনাস্রোত হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
চাহিয়া রহে আঁখি মম তৃষ্ঞাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে–
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে
চরণধ্বনি শুনি তব, নাথ
Random Song Lyrics :
- i love how you love me - the lettermen lyrics
- burn - primal moon lyrics
- ladies and gents - leaf dog lyrics
- rain day - no juice jem, no juice abhi lyrics
- спрятался (he hid) - громкий тихий (gromkii tikhii) lyrics
- tandika - wakuu music lyrics
- my laments were tiled - mimosa de valois lyrics
- neruda - roobird lyrics
- short dark days - wstdyth lyrics
- multibands (fukklazy) - zoneify lyrics