dibasa rajani ami jeno kar ashay - srabani sen lyrics
Loading...
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চকিত শ্রবণ,
তৃষিত আকূল আঁখি।।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,
সদা মনে হয় যদি দেখা পাই,
চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই,
সদা মনে হয় যদি দেখা পাই,
‘কে আসিছে’ বলে চমকিয়ে যাই
কাননে ডাকিলে পাখি।।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
জাগরণে তারে না দেখিতে পাই,
থাকি স্বপনের আশে-
ঘুমের আড়ালে যদি ধরা দেয়
বাঁধিব স্বপনপাশে।
এত ভালোবাসি এত যারে চাই
মনে হয় না তো সে যে কাছে নাই,
এত ভালোবাসি এত যারে চাই
মনে হয় না তো সে যে কাছে নাই,
যেন এ বাসনা ব্যাকুল আবেগে
তাহারে আনিবে ডাকি।।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
তাই চমকিত মন, চকিত শ্রবণ,
তৃষিত আকূল আঁখি।।
দিবসরজনী আমি যেন কার
আশায় আশায় থাকি।
Random Song Lyrics :
- buongiorno, arrivederci, addio - claudio villa lyrics
- all good things - new production / frank schoene - frank schoene lyrics
- moonlight spell - trollgrad lyrics
- mister taket - rydder lyrics
- paranoya - rayka4 lyrics
- poker - shelovesharis lyrics
- red light - phosphor (rus) lyrics
- mai più φ - mace lyrics
- the dojo - twiztid lyrics
- dream the dream - shaznay lewis lyrics