dinguli more sonar khachaye - srabani sen & ratna mitra lyrics
Loading...
দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
কান্নাহাসির বাঁধন তারা সইল না–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা– উড়ে গেল, সকল কথা কইল না–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি।
এত বেদন হয় কি ফাঁকি।
ওরা কি সব ছায়ার পাখি।
আকাশ-পারে কিছুই কি গো বইল না–
সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥
Random Song Lyrics :
- everything i give - mason monroe lyrics
- el temporal - nuñez (mc) lyrics
- saint glizzy - reeves junya lyrics
- gang - mazen lyrics
- eyes wide open - beatrice eli lyrics
- want it - rick jade lyrics
- 2000nånting - nils berg, danvald lyrics
- mademoiselle - каспийский груз (kg) lyrics
- foreign - 10 bands lyrics
- down stream - majro lyrics