lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

mukhorito jibon - souls lyrics

Loading...

এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ

সুর তোলে আজো এই মনকে ঘিরে
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে

ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি
ঝিনুক শামুকে ভরা বালুর চরে
ঢেউয়ের সাথে নেচেছি
রঙ্গিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা
সৈকতে ফেলে এসেছি

ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্তো হীরে
ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে
ওরে খুঁজে নেই চল, ফেলে আসা মুক্তো হীরে

এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে

রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি
ঢুলু ঢুলু আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি
রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে
মজার গল্প কত শুনেছি
ঢুলু ঢুলু আঁখিতে আবির মেখে
স্বপ্নের জাল বুনেছি

ওরে সেইতো ভালো চোখ দুটো বুঁজে ছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলে ছিলে
ওরে সেইতো ভালো চোখ দুটো বুঁজে ছিলে
ওরে সেইতো ভালো সবকিছু ভুলে ছিলে

এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে
এই মুখরিত জীবনের চলার বাঁকে
অজানা হাজার কত কাজের ভিড়ে
ছোট্টবেলার শত রঙ করা মুখ
সুর তোলে আজো এই মনকে ঘিরে
সুর তোলে আজো এই মনকে ঘিরে
সুর তোলে আজো এই মনকে ঘিরে
সুর তোলে আজো এই মনকে ঘিরে

Random Song Lyrics :

Popular

Loading...