lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nirmolendu goon - souls (3) lyrics

Loading...

সেদিন কবিতার বই থেকে
উঠে এলেন নির্মলেন্দু গুন আর বললেন শোন
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
তুমিও যাবে চলে কিছু না বলে
মন কখনো ভাবেনি, নীরা কথা রাখেনি।

দুঃখ পেয়ে বসে আছি অনেক প্রহর
বড় অচেনা লাগে আলোর এই শহর
আধাঁরে একা হবে না দেখা
কেউ আমাকে ডাকেনি
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি

প্রশ্ন করে জেনে গেছি নিজেরই কাছে
ফাঁকা হৃদয়ে শুধু দু;স্বপ্ন আছে
যে গেছে সে যাবে তাই এভাবে
সুখে সেও থাকেনি ,নীরা কথা রাখেনি
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি

সেদিন কবিতার বই থেকে
উঠে এলেন নির্মলেন্দু গুন আর বললেন শোন
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
তুমিও যাবে চলে কিছু না বলে
মন কখনো ভাবেনি, নীরা কথা রাখেনি।
নীরা কথা রাখেনি

Random Song Lyrics :

Popular

Loading...