nirmolendu goon - souls (3) lyrics
Loading...
সেদিন কবিতার বই থেকে
উঠে এলেন নির্মলেন্দু গুন আর বললেন শোন
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
তুমিও যাবে চলে কিছু না বলে
মন কখনো ভাবেনি, নীরা কথা রাখেনি।
দুঃখ পেয়ে বসে আছি অনেক প্রহর
বড় অচেনা লাগে আলোর এই শহর
আধাঁরে একা হবে না দেখা
কেউ আমাকে ডাকেনি
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
প্রশ্ন করে জেনে গেছি নিজেরই কাছে
ফাঁকা হৃদয়ে শুধু দু;স্বপ্ন আছে
যে গেছে সে যাবে তাই এভাবে
সুখে সেও থাকেনি ,নীরা কথা রাখেনি
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
সেদিন কবিতার বই থেকে
উঠে এলেন নির্মলেন্দু গুন আর বললেন শোন
নীরা কথা রাখেনি, নীরা কথা রাখেনি
তুমিও যাবে চলে কিছু না বলে
মন কখনো ভাবেনি, নীরা কথা রাখেনি।
নীরা কথা রাখেনি
Random Song Lyrics :
- ricochet - pieta brown lyrics
- hyvää huomenta herra perkele - maj karma lyrics
- molecole - mad-san x mr lil cherry lyrics
- universe - audacious band lyrics
- ignorant freestye - ltz real-name lyrics
- loser - kamikaze kay lyrics
- take cover - state radio lyrics
- i'm gone - thomas geelens lyrics
- cash out - jordan hollywood lyrics
- låt dom hata oss - masshysteri lyrics