lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tip tip brishti - sonu nigam lyrics

Loading...

টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে,,,,,,,
একা একা সারাক্ষণ পথও চেয়ে থাকি
কল্পনাতে শুধু তারই ছবি আঁকি
ওওওও,,,
একা একা সারাক্ষণ পথও চেয়ে থাকি
কল্পনাতে শুধু তারই ছবি আঁকি
বর্ষার কাব্য লাগে না যে ভাল
বর্ষার কাব্য লাগে না যে ভাল
তাকে শুধু মনে পরে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে,,,,,,,,,,,,,
অনুভবে হৃদয়ে ভাষে তার স্মৃতি
নিরাশার মাঝে তবু মালা গাথি
ওওওও
অনুভবে হৃদয়ে ভাষে তার স্মৃতি
নিরাশার মাঝে তবু মালা গাথি
বেদনার অশ্রু ঝরবে যে চোখে
বেদনার অশ্রু ঝরবে যে চোখে
সেকি তবে আসুক নাহি
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
বিষন্ন ভাবোনায় কাটেনা সময়
আসবে সে কেমন করে
টিপ টিপ বৃষ্টি ঝড়ছে অঝরে
আজ সারাদিন ধরে
কানন

Random Song Lyrics :

Popular

Loading...