ude jete chaye - somlata and the aces lyrics
Loading...
নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো,
চিল পাখিটার ভেঙেছে ডানা…
মিল পেয়েছে আজ দুজনে দুটো…
ঝিল পেরিয়ে ওরা, উড়ে যেতে চায়…
দূরে যেতে চায়…
কতো শীত… ভরা ছাদ…,
কতো ঘুম পার করে,
কিছু রোদ মরশুম ধার করে…
কতো ভুল… ভরা খাদ…,
কতো ভয় পার করে…
কিছু ঠিক বিনিময়ে ধার করে…
চেয়ে থাক, খোলা মাঠ.
ধুলো গ্রাম… এভাবেই.
মিশে যাক, দুটো নাম
হাওয়াতেই…
পরে থাক যা ছিল,
যেটুকুই এখানে.
একে এক মিলে দুই
হওয়াতে…
নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো,
চিল পাখিটার ভেঙেছে ডানা…
মিল পেয়েছে আজ দুজনে দুটো…
ঝিল পেরিয়ে ওরা, উড়ে যেতে চায়…
দূরে যেতে চায়…
উড়ে যেতে চায়…
দূরে যেতে চায়…
উড়ে যেতে চায়…
দূরে যেতে চায়…
ayshu
Random Song Lyrics :
- martires de tlaxcala - deus ex machina lyrics
- walk away - automorrow lyrics
- eighty one jam - recayd mob lyrics
- kill for you - mia. (band) lyrics
- common man by the blasters - the blasters lyrics
- rebel's delight - buxaburn lyrics
- hätähuuto - brädi lyrics
- hallyday (le phenix) - michel sardou lyrics
- depression hotline - jesus honcho lyrics
- lenguas mudas - charles ans lyrics