shopno feri - social circus lyrics
Loading...
স্বপ্ন বেচাকেনার এই শহরে
আমার মত আর কেউ কি আছো
নির্ঘুম রাত হেটে শুন্য সিগনালে
নির্ভুল স্বপ্ন ফেরি করো
হাত বাড়িয়ে হাতের আশায়
কারো জন্য বাঁচার নেশায়
তলিয়ে যাচ্ছি আমি বহুদূর
পায়ের নিচে লুটিয়ে পড়ে
আর্তনাদের তিক্ত স্বরে
হারিয়ে যাচ্ছি আমি বহুদূর
খেয়াল করে দেখো
ভিড়ের মাঝেও একলা তুমি
নিজের ছায়ার মতো
সময় পেলে ভেবো
নিজের ভুলেই হারছো তুমি
স্বপ্ন ভাঙার মতো
হাত বাড়িয়ে হাতের আশায়
কারো জন্য বাঁচার নেশায়
তলিয়ে যাচ্ছি আমি বহুদূর
পায়ের নিচে লুটিয়ে পড়ে
আর্তনাদের তিক্ত স্বরে
হারিয়ে যাচ্ছি আমি বহুদূর
হাত বাড়িয়ে হাতের আশায়
কারো জন্য বাঁচার নেশায়
তলিয়ে যাচ্ছি আমি বহুদূর
পায়ের নিচে লুটিয়ে পড়ে
আর্তনাদের তিক্ত স্বরে
হারিয়ে যাচ্ছি আমি বহুদূর
Random Song Lyrics :
- sługi za szlugi - yugopolis lyrics
- pas de problème - wazoo lyrics
- wade in the water - the ramsey lewis trio lyrics
- трасса 60 (interstate) - jeembo lyrics
- hold me down - sia lyrics
- poing à la ligne - ysha lyrics
- proofread - daniel wilson lyrics
- laisse toi raider (ft. mynone) - mové sort lyrics
- en ce temps-là - magyd cherfi lyrics
- pmm (pay my money) - rashady lyrics