lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

opurnotay - social circus lyrics

Loading...

শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
কিশোরীর অবহেলায় ফেলে রাখা, চুলের কাঁটায়

তোমার চিহ্ন জেগে থাকে
তোমার চিহ্ন লেগে থাকে

শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
কিশোরীর অবহেলায় ফেলে রাখা, চুলের কাঁটায়

রমনার জীর্ণ সবুজ
শাহবাগের ভীষণ ব্যস্ততায়
নাম না জানা সেই কবির
সবগুলো ব্যর্থ কবিতায়

তোমার চিহ্ন জেগে থাকে
তোমার চিহ্ন লেগে থাকে

আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়

শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
আমার অপূর্ণতার কথা বলি

আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়

Random Song Lyrics :

Popular

Loading...