opurnotay - social circus lyrics
Loading...
শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
কিশোরীর অবহেলায় ফেলে রাখা, চুলের কাঁটায়
তোমার চিহ্ন জেগে থাকে
তোমার চিহ্ন লেগে থাকে
শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
কিশোরীর অবহেলায় ফেলে রাখা, চুলের কাঁটায়
রমনার জীর্ণ সবুজ
শাহবাগের ভীষণ ব্যস্ততায়
নাম না জানা সেই কবির
সবগুলো ব্যর্থ কবিতায়
তোমার চিহ্ন জেগে থাকে
তোমার চিহ্ন লেগে থাকে
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
শহরের সব দেয়ালে
ফুটপাতের সবকটা দোকানে
আমার অপূর্ণতার কথা বলি
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
আমার অপূর্ণতায়, মিথ্যে সুখের গল্পে
তোমার কথা বলি, নির্লজ্জ ভালবাসায়
Random Song Lyrics :
- private caller 2 - skepta lyrics
- thinking caps - street hymns lyrics
- flb (demo) - key of existence lyrics
- unbreakable - shane filan lyrics
- thrifty beatnik - dan bull lyrics
- réel - kpoint lyrics
- g0d d4mn! - nesiam lyrics
- estoy en forma - toteking y shotta lyrics
- o circo - humbra lyrics
- this is love (live) - long hollow wave lyrics