akosshik - social circus lyrics
Loading...
আবার যখন মুখোমুখি হবো
অপ্রকাশিত সত্য আমায় কি ভাবালো
আড়াল যখন বিকশিত হলো
অপরিচিত ক্ষণ আমায় কি ভাবালো
অপ্রতুল আবেগে বন্দি হয়ে থাকি
তবুও তোমাকে আড়াল করে রাখি
হয়তো এসবের কারন তুমিও জানো
হয়তো এসবের কারন আমিও জানি
তবুও কেনো…
আমার চোখে বিষন্নতা খোঁজো
নীরবতায় খুঁজে ফিরে তোমায় কি শোনালো
জানি আবার মুখোমুখি হবো
আমার ছোঁয়ার রঙ তোমায় কি সাজালো
হয়তো এসবের কারন
হয়তো এসবের কারন
হয়তো এসবের কারন তুমিও জানো
হয়তো এসবের কারন আমিও জানি
তবুও কেনো…
Random Song Lyrics :
- duizend keer - bzn lyrics
- lento violento - canova lyrics
- diamante - coti sorokin lyrics
- index - adriano celentano lyrics
- how much do i love weed - d savage lyrics
- аутро (autro) - nesquik boyz lyrics
- thinking like that - hope sandoval & the warm inventions lyrics
- give you up (mark knight remix) - dido lyrics
- le démon - boggie lyrics
- evident - n’seven7 lyrics