wrong route - a bengali heart broken song - shuvrajit panda lyrics
Loading...
ক্ষতি নেই একটা জীবন
সে না হয় এমনি দিলাম
চাইলে দিতেই পারো
ব্যর্থ প্রেমের সস্তা নিলাম
ভেঙে পড়া অজুহাতও
তোমার হাত খুঁজতে থাকে
অচেনা কেউ তোমার ঠোঁটে
আমার প্রেম লুকিয়ে রাখে
আসলে এসবই,, আকছার ঘটে
কারো ঘর ভাঙে, কারো ঘর রং রুটে….।
যেসব প্রেম বাঁচতো তখন
বিকেল হলেই তোমার সাথে
সে প্রেমের ঘর ভেঙেছে
তবুও চাই ফিরে পেতে
সে সব প্রেমের ইতিহাসও
লেগে আছে ওড়নাতে
আজকে দেখো বৃষ্টি আসে
বালিশ চাপা কান্নাতে
আসলে সবই,, আকছার ঘটে
কারো ঘর ভাঙে, কারো ঘর রং রুটে….।
Random Song Lyrics :
- trap house - rim'k lyrics
- боль во мне - kirukata lyrics
- missing your love - tanel padar & the sun lyrics
- не стильный (not stylish) - мокери (moxckery) lyrics
- mama - abor & tynna lyrics
- this grace - joseph habedank lyrics
- brilho da lua - arizim lyrics
- обернись (turn around) - лирик м (lirik m) lyrics
- asmar malak rohy - اسمر ملك روحى - samira said - سميرة سعيد lyrics
- meet roz - ynkeumalice lyrics