jani na - shuvo lyrics
Loading...
তোমার চোখেরো পাতা নাচেনা,
নাচেনা আমারও পথ চেয়ে,
তোমার পায়ে পায়ে মল বাজেনা,
বাজেনা আমারও সাড়া পেয়ে,
হাসোনা, হাসোন সে হাসি মধুময়,
তুমি আর নেই সে তুমি।
তোমার সাপেরও বেণী দোলেনা,
দোলেনা হাওয়ার বাঁশি শুনে,
তোমার চোখে বিজলি খেলে না,
খেলে না মেঘেরও গরজনে।
গুন গুন, গুন গুন করনা অসময়ে।।
তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি।
জানি না জানি না কেন এমন হয়।।
তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি
তুমি আর নেই সে তুমি।।
Random Song Lyrics :
- 你在窗門外 - 尤雅 lyrics
- eyes closed - tyga lyrics
- mama's biggest trouble - sam tio lyrics
- 不離不棄 - 陳威全 lyrics
- cross faded - monsta kid lyrics
- solamente tú - barbara cayo lyrics
- young - ruth b lyrics
- stand up - open strum lyrics
- i was born to be a cowboy - charlie fink lyrics
- central ave - dj quik & problem lyrics