lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

jani na - shuvo lyrics

Loading...

তোমার চোখেরো পাতা নাচেনা,
নাচেনা আমারও পথ চেয়ে,
তোমার পায়ে পায়ে মল বাজেনা,
বাজেনা আমারও সাড়া পেয়ে,
হাসোনা, হাসোন সে হাসি মধুময়,
তুমি আর নেই সে তুমি।
তোমার সাপেরও বেণী দোলেনা,
দোলেনা হাওয়ার বাঁশি শুনে,
তোমার চোখে বিজলি খেলে না,
খেলে না মেঘেরও গরজনে।
গুন গুন, গুন গুন করনা অসময়ে।।
তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি।
জানি না জানি না কেন এমন হয়।।
তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর নেই সে তুমি।
তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি
তুমি আর নেই সে তুমি।।

Random Song Lyrics :

Popular

Loading...