britter baire - shuvo lyrics
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
এসে তোমায় ভালোবাসবো
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
আমি ভালোবাসবো তোমায়
আমি জ্বালাবো তোমায়
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
তোমার ফেলে আসা পথ ধরে হেঁটে যাবো
মনের চিলে কোঠায় আমি আকঁবো নতুন স্বপ্ন
তোমার ফেলে আসা পথ ধরে হেঁটে যাবো
মনের চিলে কোঠায় আমি আকঁবো নতুন স্বপ্ন
ভালোবাসা
সে হোক না যতই আগন্তুক
চিনে নেবো
তারে তোমার মত করে
অচেনা দৃষ্টির মতো বন্দী করবো তাকে
আমার দু-চোখের জলে
ভালোবাসা
সে হোক না যতই আগন্তুক
চিনে নেবো
তারে তোমার মত করে
অচেনা দৃষ্টির মতো বন্দী করবো তাকে
আমার দু-চোখের জলে
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
আমি লোভে পুড়ে ফিরে
এসে তোমায় ভালোবাসবো
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
তোমায় আকাশের শেষ তারার মত জ্বালাবো তোমায়
আমি ভালোবাসবো তোমায়
আমি জ্বালাবো তোমায়
আমি বৃত্তের বাইরে দাঁড়িয়ে
থেকে তোমায় ভালোবাসবো
Random Song Lyrics :
- weak - celly irez lyrics
- ma chanson de liberté - lucio battisti lyrics
- shadow man - ratwyfe lyrics
- rain and shine - godmore lyrics
- monsoon 2020 - tokio hotel lyrics
- sol yanım ayaz - deeperise & pınar süer lyrics
- ms watson - classiehippy lyrics
- тысячи рук (thousands of hands) - soda luv lyrics
- lost - blue saint lyrics
- call u anyway - pb (pop) lyrics