bhul janalay - shuvo lyrics
ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি
শেষমেশ সব এমন হবে
ভেবেছিলো কে কবে
রাত ফুরোবে আশায় থাকি
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলে
অসহায় তুমি নিজে
এই চোখ শুধু জলে ধূলো
শেষ কি হবে ভেবে বলো
অসহায় তুমি নিজে
ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি
ঠিক যদি সব ফিরে আসে
সুখগুলো যদি পাশে বসে
দিনগুলো কি আসবে ফিরে
তারচেয়ে এই ভালো
হৃদয় থেকে মুছে ফেলো
পারবে কি থাকতে দূরে
এই চোখ শুধু জলে ধূলো
শেষ কি হবে ভেবে বল
অসহায় তুমি নিজে
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলে
অসহায় তুমি নিজে
ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি
আঁধারগুলো নেমে এলে
দিনের আলো ফেরে ঘরে
আঁধার চোখে যায় না দেখা
অতীতটাকে ভুলে গিয়ে
আকাশ নীলে মন ডুবিয়ে
সীমানাটা যায় না দেখা
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলো
অসহায় তুমি নিজে
এই চোখ শুধু জলে ধুলো
শেষ কি হবে ভেবে বলো
অসহায় তুমি নিজে
ভুল জানালায় কড়া নেড়ে
দুঃস্বপ্ন আসে তেড়ে
কিছুই নেই হারাতে বাকি
Random Song Lyrics :
- псих (psycho) - торба-на-круче (torba-na-kruche) lyrics
- always be my baby - mary j. blige lyrics
- 5. несчастливые глаза - acronyma lyrics
- nada pasa [inédito] - canserbero lyrics
- newschool, ol'school - young dolph lyrics
- я люблю свою заю (i love my zaya) - lin flower lyrics
- paranoia - f1baby lyrics
- останься (stay) - otiss lyrics
- dame dinero puta - el rvso lyrics
- collission - mother of millions lyrics