sritir chera pata - shunno lyrics
[verse*1]
আমি নিতে দেবো না
সময়কে এক মুঠোভরা জোছনা
চাঁদটা যতই দূরের হোক না
ছুঁতে আমি চাই না
[pre*chorus]
পৃথিবীর সব অপার
বিস্ময় থাক আমার অদেখা
শূন্য খাতার প্রতিটি পাতায়
সময় কাব্য অলেখা
[chorus]
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
[verse*2]
আমি দেবো না পাড়ি
তোমায় নিয়ে নিষ্প্রাণ নদীতে
যে পথ ভুলে পৌঁছে গেছে
শূন্য মরুর বুকে
[pre*chorus]
শেষ বিকেলে হারিয়ে যাওয়া
স্মৃতি হাতড়ে বেড়ায়
নিঝুম রাতের অন্ধকারে
স্বপ্ন ধরা খেলায়
[chorus]
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
আমি মেলবো না আর স্বপ্নডানা
ঐ নীল মেঘেদের ছোঁয়ায়
আমি লিখবো না আর কাব্য কোনো
স্মৃতির ছেঁড়া পাতায়
Random Song Lyrics :
- feelings - brianna mazzola lyrics
- champions - ketama126 & sean126 lyrics
- resta come sei - entics lyrics
- young & reckless - preme writez lyrics
- o que que essa nega quer - só pra contrariar lyrics
- street - 404billy lyrics
- beautiful blue - mudcrutch lyrics
- lucide - set to wake lyrics
- пошел нахуй - memestarz x четыре lyrics
- don't do it - j.juan lyrics