lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

shono mohajon - shunno lyrics

Loading...

[verse 1]
আমার চোখে তুমি দেখো, আমি তো দেখি না
আমার কাঁধে দখল নিয়েও শান্তি হলো না
আমার হাতে তুমি ভাঙ্গো গড়ে ছিলাম যা
আমার কথায় তুমি বলো, ক্যামনে হলো তা?

[pre*chorus]
আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে?

[chorus]
শোনো মহাজন, আমি নয়তো একজন
শোনো মহাজন, আমরা অনেকজন!
শোনো মহাজন, আমি নয়তো একজন
শোনো মহাজন, আমরা অনেকজন!

[guitar solo]

[verse 2]
তোমার খেলা দেখি বলে, দেখবো কি আজীবন
আমার খেলা শুরু হলে রুখবে না কেউ তখন
অনেক হলো বানর নাচন, এবার একটু শান্ত হও
কীসের আমার ভালো*মন্দ, আমাকেই বুঝতে দাও

[pre*chorus]
আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে?
কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে?
[chorus]
শোনো মহাজন, আমি নয়তো একজন
শোনো মহাজন, আমরা অনেকজন!
শোনো মহাজন, আমি নয়তো একজন
শোনো মহাজন, আমরা অনেকজন!

Random Song Lyrics :

Popular

Loading...