lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

pother shilpi - shunno lyrics

Loading...

[verse*1]
কারও কারও
দুপুরগুলো
ঘুণেধরা
ইচ্ছেমত

[pre*chorus]
কারও কাছে
স্বপ্নটুকুও
অস্পৃশ্য এক
বোধের মত

[chorus]
ওদের কথা বলা থাকে
পথের সব ধূলোর শিল্পে
স্বপ্ন কখনো সত্যি হয়ে
আসে না তো ওদের গল্পে

[instrumental break]

[verse*2]
কারও কারও
হাতের রেখা
ফাঁকি দিয়ে
যায় শুধু
নিজের জন্যে
কখনো সুখের
পায় না ধরা
ওদের মুঠো
[chorus]
তুমি যখন অলস বসে
কুড়িয়ে চলো ইচ্ছে গুলো
ওরা তখন পথে কুড়োয়
স্বপ্ন ছাড়া কাগজ টুকরো

Random Song Lyrics :

Popular

Loading...