esho hey - shreya ghoshal feat. ishan mitra lyrics
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
ঝনক ঝংকারে, উড়ায় শঙ্কারে
খুলেছে দুয়ার
দেরি নাহি আর
এসো হে স্বয়ম্বর, এসো, এসো
সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
যে মোতি ধরার বুকে পরশে ধারা
যে মোতি ধরার বুকে পরশে ধারা
যে মোতি রাতের মুখে
সুভেশে সুভেশে শুকতারা
সে প্রাণ বহে
এসো হে রূপঙ্কর
সুন্দর (এসো)
সুন্দর এসো, এসো হে
পা মা ধা নি সা মা গা মা রে সা রে সা
পা মা ধা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
ধুম না ধুম নানানা ধুম নানা ধুম নানা
যে রূপে আকাশ তটে
চাঁদেরই আলো
যে রূপে আকাশ তটে
চাঁদেরই আলো
যে রূপে ললাট সখী
সিঁদুরে সাজালো, সিঁদুরে
সে রূপ নিয়ে
সে রূপ নিয়ে
এসো হে যুগন্ধর
সুন্দর এসো, এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
যে পথে সকাল সাঁঝে
ফুলেরও সুবাস
যে পথে সকাল সাঁঝে
ফুলেরও সুবাস
যে পথে বিরহ মিছিল
তিমিরেই, তিমিরেই অবকাশ
সে পথ হয়ে
সে পথ হয়ে
এসো হে মনোহর
সুন্দর এসো, সুন্দর এসো হে
সমারোহে এসো হে পরমতর
সুন্দর এসো হে
Random Song Lyrics :
- going down for the third time - the supremes lyrics
- you've got what it takes - marv johnson lyrics
- hard to believe - the reign of kindo lyrics
- mille e una notte - dirotta su cuba lyrics
- stardust - al hibbler lyrics
- fried ego - yung droozy lyrics
- leather idol - tuscadero lyrics
- the mighty - monica richards lyrics
- povero diavolo - modena city ramblers lyrics
- despierto - movimiento original lyrics