tomake female - shreya ghoshal, arko lyrics
প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান, সারাক্ষণ দিতে চাই
তোমাকে, ও তোমাকে
স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
দু’টি নয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও তোমাকে
জেনেও তোমার আঁখি চুপ করে থাকে
রোজ দুইফোঁটা যেন আরও ভালো লাগে
গানে, অভিসারে, চাই শুধু বারেবারে
তোমাকে, ও তোমাকে
যেদিন কানে কানে সব বলবো তোমাকে
বুকের মাঝে জাপটে জড়িয়ে ধরবো তোমাকে
পথ চেয়ে রই, দেরি করো না যতই
আর ভোলা যাবে না জীবনে কখনোই
তোমাকে, ও তোমাকে
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কীভাবে বোঝাই ভালোবাসি?
সব চিঠি সব কল্পনা জুড়ে
রং মিশে যায় রুক্ষ দুপুরে
সেই রং দিয়ে তোমাকেই আঁকি
আর কীভাবে বোঝাই ভালোবাসি?
হ্যাঁ, প্রাণ দিতে চাই, মন দিতে চাই
সবটুকু ধ্যান, সারাক্ষণ দিতে চাই
তোমাকে, ও তোমাকে
স্বপ্ন সাজাই, নিজেকে হারাই
আর দু’টি নয়নে রোজ নিয়ে শুতে যাই
তোমাকে, ও তোমাকে
Random Song Lyrics :
- children of the sun - the sallyangie lyrics
- california christmas - mary mary lyrics
- breaking you down - raven (band) lyrics
- meus sonhos - nádia santolli lyrics
- history - j chaiane lyrics
- rubbernecker - danielson famile lyrics
- everyone's a winner - the meligrove band lyrics
- pra que voce entenda - casa bizantina lyrics
- in not of - the cross movement lyrics
- emma - la belle vie lyrics