ekhon ami onek valo tomay chara thakte pari - shopnolok ov lyrics
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে
তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বুঝালে
ভালবাসি তোমায় আমি এইকথা জানি
তবে বলবো না আর আগের মত এখন আমিই…..।
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি।
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি।
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
যদি ঘুড়িটাকে উড়িয়ে দিয়ে ছেড়ে দেবে
তবে বাধ্য শাসনে কেন আমাকে বাঁধলে।
বৃষ্টিটাকে জড়িয়ে ধরে আজও কেঁদেছি
চোখের পানি মুছে দেবে বলে আর ভাবিনি।
এখন আমি অনেক ভালো
তোমায় ছাড়া থাকতে পারি।
বলে না তো কেউ, আগের মত
করো না বাড়াবাড়ি। [x2]
আমার আকাশ, আমার সবই
আমি আমার মত গুছিয়ে নিয়েছি। [x2]
হুহু……….হুইহু……..আ..আ..হা….আ
©eren99
Random Song Lyrics :
- third person - gloss (united states) lyrics
- el doblón de la muerte - phoenix rising lyrics
- un error - lil zarth lyrics
- you know my name (chris cornell cover) - arwen lyrics
- кипарисы (cypresses) - егор сесарев (egor sesarev) lyrics
- little miss best body - kman 6ixx lyrics
- call up - callum mcneill lyrics
- hurt people - kamal. lyrics
- strach - miszel lyrics
- ok yeah! - モーニング娘。(morning musume) lyrics