ondho deyal - shonar bangla circus lyrics
Loading...
দেয়ালের ছায়ায় দেখো
বাড়ছে দেয়াল একা
নিজের দেহ রেখে
ছায়াতেই লেপ্টে থাকা
সূর্যের ব্যারাম দেখে
বাড়ে মানুষের মাথা ব্যথা
ব্যথার আন্দোলনে
মরে মগজের গোপন পোকা
ভাঙতে তোমার ব্যথা
হলাম জীবনের সখা
প্রেমের বিরাট দামে
শুধু মৃত্যুকে কিনে আনা
দেয়ালের নীরব গায়ে
কিছু লেখা নেই “তুমি” ছাড়া
দেয়ালের গোপন ঘরেই
মুক্তিই বন্দীদশা
আমার এই গানে
মুক্তির কোনো পথ খোলা নেই
হতেও পারে এ গানের বাইরেও
কোথাও তোমার দেশ
আমার এই গানে
মুক্তির কোনো পথ খোলা নেই
হতেও পারে এ গানের বাইরেও
কোথাও তোমার দেশ
ক্রুশ থেকে নেমে যিশুর
আজ হলো একটু হুঁশ
দেয়ালে নতুন সময় মানে
বুনো ষাঁড়ের ঢুশ
ক্রুশ থেকে নেমে যিশুর
আজ হলো একটু হুঁশ
দেয়ালে নতুন সময় মানে
বুনো ষাঁড়ের ঢুশ
Random Song Lyrics :
- california roll - vic mcfly lyrics
- big dreams - 187 codeine lyrics
- head in the clouds (ethan mcmenamy diss track) - ethan mcmenamy lyrics
- faith in us - mike dignam lyrics
- mavi mavi - elif kaya lyrics
- i been blockin out my mind just to heal myself - kais lyrics
- ボクらのカタチ (bokura no katachi) - 内田雄馬 (yuma uchida) lyrics
- immortality (futuristik remix) - cartoon lyrics
- better - xerry lyrics
- joshua (live) - reedukay lyrics