lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

epitaph - shonar bangla circus lyrics

Loading...

এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

আমাদের হয়েছিলো দেখা
যখন হৃদয়কে শাসন করছিলো শূন্যতা
আমাদের হয়েছিলো কথা
যখন মৃতের কঙ্কালে স্তব্ধ মহাকাল
মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
কোনো সন্ধ্যায় ভুলে যেও সেই আলো
যখন সময় ডেকে নেবে অন্য প্রদীপের ধারে
নিজের অরণ্যে সময় চালায় তার ধারালো কুঠার
ভুলে যেও সেই গান সাগর ধুয়ে দেয় যদি তোমার পুরোনো সৈকত

মানুষের হৃদয় ভরে ওঠে
আবার শূন্য হওয়ার জন্যে
বিস্মৃতির এই ফুলেল বাগানে
ঝরা ফুলে মধু খুঁজে ভ্রমর হয় ধন্য

এই আলো ধরে রাখো কুঠুরী
আমাকে আর খুঁজো না
আমি থাকবো নিভে যাওয়া প্রদীপের আঁধারে
এই গান শুনে রাখো বালুতীর
আমাকে আর ডেকো না
আমি চলে যাবো চিলের ডানায়
গভীর সাগরে

Random Song Lyrics :

Popular

Loading...