attohottar gaan - shonar bangla circus lyrics
পাহাড়ের চূড়ো থেকে পাথর
গড়িয়ে পড়ছে তোমার পায়ে
যেন সুর্যের হৃদয় চুরি করে
কে যেন ছড়িয়ে দিয়েছে গায়ে
পাথর ঘষে ঘষে যে আগুন জ্বেলেছিলে
তারই শিখায় পুড়ছো তুমি নিজে
এমনকি যে বৃষ্টির অপেক্ষায় বেঁচে আছো
আগুনের আঁচে সেই মেঘ বাষ্প হয়ে
মিলিয়ে গেছে হৃদয় শুন্য নভোনীলে
মিলিয়ে গেছে হৃদয় শুন্য নভোনীলে
মহাশুন্য তোমার চোখের কোটর
তুমি পৃথিবীর কবর
মানুষ হতে যাকে খুন করেছিলে সেই বর্বর
তার অভিশাপে তুমি ঢেউ ছাড়া মহাসাগর
তার অভিশাপে তুমি ঢেউ ছাড়া মহাসাগর
নভোযানে চেপে চলেছো ধীরে ধীরে
খুলেছো মহাশুন্যের দরজা
ওপাশে মরা ঈগল পোড়ায় আকাশ তার নখরে
তার শিশুর চোখের আগুনে পুড়ছে মহালকাল
তার শিশুর চোখের আগুনে পুড়ছে মহালকাল
সেই মহাকালে তুমি ছিলে
নিজেকে বারবার পিছে ফেলে
যুদ্ধবিধ্বস্ত শহরের মতো তোমার হৃদয়
হৃদয় ঘষে ঘষে পোড়াও সেই শহরের স্মৃতিরেখাও
হৃদয় ঘষে ঘষে পোড়াও সেই শহরের স্মৃতিরেখাও
সেই শহরের স্মৃতিরেখাও…
Random Song Lyrics :
- việt nam ơi - minh beta lyrics
- yanında kalamam - çetin kurt lyrics
- s1 2hesh - lesme lyrics
- work harder - sansar salvo lyrics
- hoes mad 。゜(`д´)゜。 - saturrn lyrics
- would ya could ya - colony house lyrics
- tuesday - tigerstate lyrics
- winner winner chicken dinner - prod.ilomilo lyrics
- siege of jerusalem - kardinal sin lyrics
- blood, sweat, & tears - murdbrain & milano the don lyrics