swapner akash - shohojia lyrics
[verse 1]
সময়টা রাখে, নাকি সময়ে থাকি?
রঙ নেই কোনো, আমি কি রঙ মাখি?
সময়টা রাখে, নাকি সময়ে থাকি?
রঙ নেই কোনো, আমি কি রঙ মাখি?
[chorus]
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে কারে আমি ডাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে একা একা থাকি
[verse 2]
আসবে ভেবে তারে কত ভালোবাসি
অগোছালো ঘর, আমি একা বসে আছি
কি নামে ডাকলে আরও হবো কাছাকাছি?
কত পথ এলে তুমি, কত আছে বাকি?
[chorus]
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে কারে আমি ডাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে একা একা থাকি
[verse 3]
একটা আকাশ এনো, এনো কিছু ঘাস
ফসলের মাঠ এনো ফুলের সুবাস
মেঠোপথ দিয়ে এসো, পথটাও এনো
হাঁটতে বেরোবো আমি, দেরি হবে নাকি?
[refrain]
সময়টা রাখে, নাকি সময়ে থাকি
রঙ নেই কোনো, আমি কি রঙ মাখি?
[chorus]
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে কারে আমি ডাকি?
স্বপ্নের আকাশ, স্বপ্নের পাখি
স্বপ্ন হারালে একা একা থাকি
Random Song Lyrics :
- mary's boy child - david archuleta lyrics
- hey jude (live beatles cover) - zakk wylde lyrics
- thugga level - krayzie bone lyrics
- i dina armar - håkan hellström lyrics
- démineur - médine lyrics
- estragando o acampamento - gabriela teissier lyrics
- bain - cabadzi lyrics
- missio dei - dj official lyrics
- peso (feat. machine gun kelly & pusha t) - meek mill lyrics
- buried in detroit - mike posner lyrics