ghum hoye - shoeb and elita lyrics
Loading...
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কালো কোন রাতে (২)
আমার স্বপ্ন জুড়ে ভাসতো ঠিকই হাজার তাঁরার সারি,
বলতে তুমি তোমায় ছাড়া বাঁচতে কি আর পারি?
ঘুম হয়ে আজ থাকতে যদি সাথে
খুব মন খারাপের কালো কোন রাতে।
(এলিটা)
কেন ঘুম হতে আর যাব?
কেন তুমি এমন ভাবো?
ঘুম হলে কি তোমায় আমি সত্যি ছুঁতে পাব?
কেন ঘুম হতে আর যাব?
(শোয়েব)
ধরো হঠাৎ যদি এসে পড়ি,
তোমার ঘরে আমি ইই…
বলি চলো শুধু,
দু’জনে মিলে,
চাঁদের নীলে,
পথে নামি…
তুমি যাবে?
যাবে আমার সাথে? …
Random Song Lyrics :
- get free - cloudfodder lyrics
- first time - nbhd nick lyrics
- humans, resources - the port authority lyrics
- get down (remix) - boyyblink lyrics
- the heartland stage company - rockstar games lyrics
- planet 2 planet - jordan river banks lyrics
- high - roi 6/12 (grc) lyrics
- no china - raftaar lyrics
- keeblokk's revenge (official diss track) - keeblokk lyrics
- toxic - g $money lyrics