porichoy - shironamhin lyrics
Loading...
দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকলো না রে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?
কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া
কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া
অবাক আলোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাঁচায় থাকে
এমনি কি আর হয়?
লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা?
মনের দুয়ার বন্ধ হলে
সময় যে সব যাবে চলে
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়?
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়
Random Song Lyrics :
- забрать (take) - yex kelly lyrics
- everything turns around - dogstar lyrics
- insomnia attack - fxckrizdem lyrics
- vibecatcher - lasigo lyrics
- rituals - stray (sky swamp orange) lyrics
- crash - w o l f c l u b lyrics
- fools by choice - mandragora lyrics
- одинок (alone) - 32daysof13 lyrics
- sense - edith heart lyrics
- vvv voulais vouloir voudrai - f.a.s lyrics