![lirikcinta.com](https://www.lirikcinta.com/statik/logonew.png)
hashimukh (হাসিমুখ) - shironamhin lyrics
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
হাসিমুখ, হাসিমুখে আনন্দধারা।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
আলো এসে থেমে গেছে তোমাদের জানালায়
আনন্দ হাসিমুখ, চেনা চেনা সবখানে
এরই মাঝে চল মোরা হারিয়ে যাই।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়
হারিয়ে যেতে চাই, তোমাদের রাস্তায়
অনেক অজানা ভীড়ে স্বচ্ছ নিরবতায়
রোদ উঠে, গেছে চেনা এই নগরীতে নাগরিক জানালা
হাসিমুখে একাকার।
আনন্দ উৎসব চেনাচেনা সবখানে
এরই মাঝে আমাদের ছুটে যাওয়া দরকার।
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর…..।
Random Song Lyrics :
- the bad touch - geeyo ibra lyrics
- waitin' for your love - josie cotton lyrics
- nimnade - chathurika nirmani, dinelka muthuarachchi lyrics
- 451 (451) - edsa faria lyrics
- water runs deep - the visual (nl) lyrics
- eu sonhei - bianca tadini e luciano andrey lyrics
- taller - anna leonard lyrics
- am ende der stadt steht ein gelbes haus - husten lyrics
- ready or not - bonnie mckee lyrics
- doo-dah room - shriekback lyrics