lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

borosha - shironamhin lyrics

Loading...

[chorus]
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা

[chorus]
অনুনয় মানেনা
অবারিত মনকথা
অনুনয় মানেনা
অবারিত মনকথা
জানিনা, জানিনা
থামবে কি ঘনঘটা
[verse 1]
নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে*
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”

[verse 2]
দিপীকা সায়রে
অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”

[chorus]
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা

Random Song Lyrics :

Popular

Loading...