borosha - shironamhin lyrics
Loading...
[chorus]
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা
[chorus]
অনুনয় মানেনা
অবারিত মনকথা
অনুনয় মানেনা
অবারিত মনকথা
জানিনা, জানিনা
থামবে কি ঘনঘটা
[verse 1]
নির্ঝর গগনে, অপলক চেয়ে রই
বিস্মৃত কবিতা, আনকা পবনে*
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
[verse 2]
দিপীকা সায়রে
অনিমেষ চেয়ে রই
মিথিলা বরষা, অলোক দহনে
মেঘলা কবেকার স্মৃতিময় বাতায়ন
বলে যায় “তোমায় অনব ভালবাসি”
[chorus]
বরষা মানেনা
ঝরছে জলধারা
বরষা মানেনা
ঝরছে জলধারা
জানিনা, জানিনা
কাটবে কি ঘনঘটা
Random Song Lyrics :
- new bitches - vouxx lyrics
- sucka for love - vampbitez lyrics
- scat - johnny quenno lyrics
- trains and boats and planes - nora aunor lyrics
- and i saw a mighty angel - william billings lyrics
- teka (matroda remix) - dj snake, peso pluma & matroda lyrics
- lemon squeeze - ralfy the plug & 1takejay lyrics
- age of sin - rural internet lyrics
- bvn s0l1txd3 - tkkf lyrics
- racks n tracks - gregorbtw lyrics