bondho janala (বন্ধ জানালা) - shironamhin lyrics
Loading...
আরেকবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূরপুর
অবাক রোদ ভেজা তপ্ত দুপুর
আরেকবার তোমাদের লাল, নীল রং আনন্দে
একলা রাস্তায় এক চিলতে রোদ্দুর।
সারা বেলা বন্ধ জানালা ……
যদি তোমাদের অনেক শব্দ, আমার জানালায়
ছোট ছোট আনন্দের স্পর্শে, আঙ্গুল রেখে যায়
যদি সহস্র শব্দের উৎসব থেমে যায়
সারা বেলা বন্ধ জানালা ……
যদি তোমাদের লাল নীল গল্প আমার শরীরে
কোন একলা রাস্তায় অবাক ভ্রমণে
যদি ইচ্ছের নীল রং আকাশ ছুঁয়ে যায়
সারা বেলা বন্ধ জানালা ……
Random Song Lyrics :
- padre, dame tu consejo - juan gabriel lyrics
- i taste the poison - with one last breath lyrics
- donde estas ? - osaka trash lyrics
- voila les anges - nouvelle vague lyrics
- kiedy zabraknie słońca - hemp gru lyrics
- tea song - róisín o lyrics
- chief keef - lerizzle lyrics
- lose your way (bounce remix) - sophie b. hawkins lyrics
- let them - jj lyrics
- guns n' noses - odmgdia lyrics