
পাখি (pakhi) - shironamhin lyrics
Loading...
একা পাখি বসে আছে শহুরে দেয়ালে
শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে
তার ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায়
ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়।।
আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু
পাখি আনমনা বসে দেয়ালে, পাখি নির্বাক চোখ রাস্তায়
ধোঁয়াটে শহরের উষ্ণতা বাড়েনা
তার আনমনা চোখ, অবুঝ চোখ মনের দরজায়, আঙুল রাখেনা।
কিছু সুর তুমি এনে দাও পাখি নাগরিক কোলাহলে
তুমি গান গাও, তুমি শীষ দাও এই শহুরে দেয়ালে
তুমি ভুলে যাও এই শহরের যত ব্যস্ত জনকথা
আমি এসেছি তোমার কাছে এনে দাও স্বাধীনতা।
দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি তোমার পিছু
আমি দেখিনি, আমি শুনিনি, আমি বলিনি অনেক কিছু
আমি জানিনি, আমি বুঝিনি, তবু ছুটেছি…… তোমার পিছু।
Random Song Lyrics :
- meal ticket - seekie lyrics
- on the dekk - 4mag nitrous lyrics
- ain't nobody's business if i do! - honey bane lyrics
- tutnu thiyo - sudip giri lyrics
- dio salvi il vaticano - impact (it) lyrics
- i’m alive - ms.ooja lyrics
- closer - charlie powers lyrics
- el rey del corrido - pedro rivera lyrics
- bored. - beatsilog lyrics
- un, deux, trois - lyna mahyem lyrics