onek sadhonar pore - shila aziz lyrics
Loading...
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে;
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে
আপন হাতে,
জীবনে মরণে, আধারে – আলোতে থাকবো
তোমার সাথে;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন ।
যাবেনা কখনও ফুরিয়ে যাবে না – আমার
ভালোবাসা;
তোমাকে পেয়েছি – পেয়েছি আবারো
বাচার নতুন আশা;
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে
আমি ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি তোমাকে ।
অনেক সাধনার পরে আমি পেলাম তোমার
মন
পেলাম খুজে এভূবনে আমার আপনজন । ।
Random Song Lyrics :
- pequeño lugar que demolieron - martín benavides feat. matiah chinaski lyrics
- petti - deem lyrics
- soy peor (remix) - pnb rock lyrics
- carinha de anjo (version caion gadia) - lucero lyrics
- ولا مرتاح - حكيم lyrics
- rela - armada lyrics
- ya nssar - mesnawa lyrics
- encontré mi lugar - ayrton day lyrics
- imaginar - sons de saturno lyrics
- e - boy's 24 lyrics