ws4l - shezan lyrics
[verse 1: hannan]
চলেনি বেডা বালের পেঁচাল blade*এর কানে?
গেলেই গোলে শিলি গালে টানে চানমারির চানে
আয় তরে হিগাই ল, কারে কী জিগাই ক, মিলাবি হ তে হ
সইয়ালি পরে কর ঠিক থাকলে নিজের ঘর তর আবার কিয়ের ডর
ঘর বাদে সবি পর
ফাউল sound তগো যেডি কানে বাজে
এডি থুইয়া লাইগ্গা যা কামে*কাজে
চাক্কা ঘুরায় কারা জিগা প্রতিদিন
tourist তরা এদিক আহোস মাঝে মাঝে
কতা বাত্তি সাজাই সব ভাজে ভাজে
ছোডো ভায়েরা লইবো সব চাইরে পাঁচে
হেনে কেডা মরে দেখ কেডা বাঁচে
কার চোখের ইশারায় দেখ কেডা নাচে
speaker এ না sound গলায় বেশি
উপরে পাতা রাখি মাল তলায় বেশি
গলিস না দেখবি তয় গলায় বেশি
বাপের থেইকা পাইটু পোলায় বেশি
তগো রে ঠেকায়া গলায় কেচি
rapper বানায়া বাজারে কেজি বেচি
foreign copy তুই আমরা পুরা দেশি
সুরোত না মনে মন মিল্লে মিশি
repeat এই verse হুন, speed up তিন গুন
শেষ তগো scene soon বাইত্তে বয়া দিন গুন
মাকলাশ পাড়ার সব গুম কারণ quality ধুন ফুন
wrong side এ k!llaz typhoon, scene*এর জিগা কারা tycoon
[verse 2: shezan]
কেডা মারতাসে কইনদা তীর?
যেনে খাড়াই যায় হোনে জইম্মা ভীড়
মহল্লাতে মজমাতে টং দোকান আড্ডাতে
চাইরপাশে ভাই*ব্রাদার জইম্মা ক্ষীর
দুইডা ভাই খাড়া, দুইডা চিল
এক চাইর দুই এক এরিয়ার pin
symptom বুইজ্জা পার নাইলে pill
আমগো লগে লাভ নাই খুঁইজ্জা মিল
কার দৌড় কদ্দুর সব মিয়া চিনা
নামধাম cash নারে কাম দিয়া কিনা
music*এ মাতলামি ছয় ছোডো peg নারে
একবারে ডুব দিয়া ঢোক মারে মিনা
আমরা খাড়া ময়দানে টান কইরা সিনা
কাম দেইখা haterগো মুখ পুরা pin up
পেটে খিদা তরে দেইখা লাগে dinner
এইহানে গ্যাজাইলে ঠিকানা সাড়ে তিন হাত
এক পাই দাম নাই কথা কস দেড় আনির
তগো ভাই মাথায় ক্যাচাল দেহা mechanic
ক্যাডারী চলে না এদিকে দেয় বারি
চান্দিতে ফুইট্টা যায় তাউল্লার battery
তর কাম নাই কথা কস বেকারই
বানাই রুটিরুজি, বেকারী
আমরা বেনিফিট খুজি না একারই
সবার প্লেট ভরা খাওন এক হাড়ি
কুলায়না অওকাদে ডর তগো খোমাতে
social*এ দেহাইতে আহিস না ক্যাদ্দারী
ছয় দানা একহাতে নয় কদম তফাতে
তর মিঠা কথাতে মধু না saccharin
খাজুইরা খবরে আজাইরা গ্যাজাবি না
কথা সিধা ক জিলাপি পেচাবি না
আমরা ফাচুকি আলাপের ব্যাপারী না
তরে গায়েব করা কোনো ব্যাপারই না
[outro: hannan, shezan]
ayo, sir shez
aye, hannan
wrong side for life
তর বাপ আর চাচায় উডানো
যা বেডা চাইলে
k!llaz culture in the building, yo ( yo, boi)
ধপ ব্যাটা, সর, সর, সর (মাথাতে, মাথাতে)
ধপ ব্যাটা ( মাথাতে মার)
এই ব্যাটা এইদিকে আয়, ধর, ধর, ধর, ধর
Random Song Lyrics :
- obscure devoration - irshi lyrics
- пет промила любов (pet promila lyubov) - preslava lyrics
- mind games - accept lyrics
- seconds please - allan rayman lyrics
- perfume de bandido 4 (part. mc pp da vs, mc kadu, mc vitão do savoy, mc kanhoto e mc kautry) - mc ha lyrics
- your/my - jay park (박재범) lyrics
- origami - the happy mess lyrics
- we are one - warrior lyrics
- devochka popivniuchka - hardued lyrics
- this is a war (maize remix) - all saints lyrics