eklai shoi - shezan lyrics
খাড়া বেডা ধুর
কী রে তর বাড়ি*ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই (একলাই, একলাই)
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই (কী রে বেডা?)
কী রে তর বাড়ি ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই
খাড়া বেডা ধুর
কী রে তর বাড়ি*ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই (একলাই, একলাই)
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই (কী রে বেডা?)
কী রে তর বাড়ি ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই
কথা কামে distance দেইখা তগো কিসমতে শান্তির system নাই
shot miss করনের কোনো system নাই
কিয়ের diss দিমু তরা তো list এই নাই
যদি beef আনবার চাস কসাইখানায়
তর মতো নসু পুরা বিশ্বেই নাই
বাজান, দেওনের আগে পারপুর খায়া যাবি
এই ব্যাপারে কোনো mistake নাই
তর ভায়ে কারো পিসে না
down to the earth থাকি, তয় কারো নিচে না
সর ভাই, গুটি মুটি কি বলে করো ভাই?
এই, তোমার বড়ভাই আমগোর listener
কামে মন দাও, তেল মালিশে না
যতই ভাও দাও তেলে*জলে মিশে না
যাও এলা যাও যাও, কম করো কাও কাও
হেইবার পিকআপ লইসো পরে দিসে না?
line মারোস যেডি ওই rhyme পাস কই?
তগো movement এডি আমরা timepass কই
কেডা কার পাও চোয়, কেডা কার লগে হোয়
এত খবর কেমনে রাহোস time পাস কই?
এইডা dirty sk!lla 2
chill পুরা scene লইয়া গিল্লা full
emcee গো চামড়া ছিল্লা shoe বানায়
drip মারে kick মারে k!lla crew
এনে কাউরে লইনা, কইনা ক্যান?
haterডি মরতাসে জইল্লা man
এডি chance এ ঘাই মারে
তাই ধইরা পাইকারে সবগিলি badbuzz কইরা ban
life একের man, একের plan
তুই branded b*tch
আমি একের brand
একের ধ্যান, হাতে একের শ্যান
একের fan, মানে একের gang
খাড়া বেডা ধুর
কী রে তর বাড়ি*ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই (একলাই, একলাই)
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই (কী রে বেডা?)
কী রে তর বাড়ি ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই
খাড়া বেডা ধুর
কী রে তর বাড়ি*ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই (একলাই, একলাই)
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই (কী রে বেডা?)
কী রে তর বাড়ি ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই
চাপেন ভাই আমার টাকা কো?
তর ভাই কেডা? আমি তর বাপের ভাই কাকা ক
আছে খালি অগো চাপার জোর
মা’র কসম পোলাপান সব মাদারচোদ
নাই ছাড়াছাড়ি মার, পিডা, খার মিডা, ধর
ভাগ তাড়াতাড়ি ছোড, হেনো তারছিড়া সব
ঘরে ঢুইকা বাইর করি কলার টান দিয়া তর
তগো বড়ডারে গুনে না কেউ বাল দিয়া সর
scene এ থাকতে হইলে হিসাবই main
ভাইব্রাদার লগে scene? বাজান হিসাবই change
এডি নাস্তিক সাজে ঈশ্বরচন্দ্র
দুই পাতা পইড়া কইরালায় কিতাবই change
মারেবাপ পাইসোস কী?
সাপের পাঁচ পাও দেখলে মারা খাইসোস ঠিক
মাল কাইটা কুইটা জ্বালায় বাজে চাইরশ বিশ
লাশ কাইটা কুইটা জলে ফালায় চাইরশ পিস
চলে উৎপাত খুব
rhyme আমার খুবধার ক্ষুর
করি চুপচাপ move
হেশে ধুপধাপ shoot যেমন lukaku
তর hood কইরা লুটপাট খুন
ফুটপাত থেইকা আহে উত্তাপ খুব
অলিগলি পথঘাট শুনশান হুন
লোকে জানে কুখ্যাত crew কার
ধইরা রাবণের রুপ
পিছে ফালাই মুর্দার group
চুপথাক!
খাড়া বেডা ধুর
কী রে তর বাড়ি*ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই (একলাই, একলাই)
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই (কী রে বেডা?)
কী রে তর বাড়ি ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই
খাড়া বেডা ধুর
কী রে তর বাড়ি*ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই (একলাই, একলাই)
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই (কী রে বেডা?)
কী রে তর বাড়ি ঘর কই?
এনো একলাই লই, আমি একলাই সই
কী রে তর gang bang কই?
এনো একলাই লই, আমি একলাই সই
জয় জোড়া চোদু ভাগা
সবডির ঘর দুয়ারে তালা মার
দুই পয়সার দালাল ঠোলা
এডি হালাইবো কোন বাল আমার
সবডির ঘর দুয়ারে তালা মার
Random Song Lyrics :
- 逃避行 (escape) - イマセ (imase) lyrics
- very rare forever freestyle (clean) - xxxtentacion lyrics
- no es una novela - ryan (arg) lyrics
- scourge - genocide district lyrics
- te deum - william byrd lyrics
- could be love - joey miceli and santino cardinale lyrics
- bardak - methat lyrics
- open sesame! - 井口裕香 (yuka iguchi) lyrics
- keep it true - mc evolution lyrics
- club ouin ouin - camion bip bip lyrics