priyo baba - shaila rahman lyrics
Loading...
এখন আমি হাঁটতে পারি অনেকটা পথ
সইতে পারি, অনেক কিছু,
শীত, গ্রীষ্ম, রাত।
তোমার মত করে কেউ তো হবেনা,
আমার বটের ছায়া
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
tune.
মনে পড়ে কষ্ট পেলে
চোখের জল মুছে দিতে
এখন আমি কাঁদি একা
তুমি ঘুমাও কেন মাটিতে
ডাকছি তোমায় আকুল হয়ে
তবু কেন বাবা তুমি চুপ।
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
এখন তো সাঁঝের আলো,
চেয়ে থাকি পথ পানে।
যদি তুমি আসো ফিরে
আমার শখের পুতুল কিনে
কত কথা আছে বলার
শুনবে নাকি বাবা একটুকু
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
এখন আমি হাঁটতে পারি অনেকটা পথ
সইতে পারি, অনেক কিছু,
শীত, গ্রীষ্ম, রাত।
তোমার মত করে কেউ তো হবেনা,
আমার বটের ছায়া
কোথায় তুমি প্রিয় বাবা,
আমার হারিয়ে গেছে সব সুখ।
Random Song Lyrics :
- white punks on dope - the tubes lyrics
- you can't run forever - gansey lyrics
- tenta - xetro lyrics
- veiled eyes - red horizons lyrics
- makeshift - cruels lyrics
- hold on me - cadence kid lyrics
- you & me (feat. t mulla & sk29th) - bh & jb lyrics
- kick in the door cypher - bizzle lyrics
- uncle john's band (remastered album version) - grateful dead lyrics
- immunity - complete lyrics