phagun phurabe jobe - shahid kabir polash lyrics
Loading...
ফাগুন ফুরাবে যবে
উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
কোয়েলা নিরব হবে
ফাগুন ফুরাবে যবে
আমারে সেদিন যদি স্মরনে আসে
বেদনা জাগে ঝরা ফুল সুবাসে
আমার স্মৃতি যত
ঝরা পাতার মত
ফেলিয়া দিও নিরবে
ফাগুন ফুরাবে যবে
যবে বাসর নিশি ফুরাবে
রাতের মিলন মালা প্রভাতে মলিন হবে
সুখ শশি অস্ত যাবে
আসিবে জীবনে তব বৈশাখী ঝড়
লুটাবে পথের পরে
ভেঙ্গে যাবে ঘর
সেদিন স্মরনে তব আসিবে কি তাহারে
গৃহহীন করিয়াছ যাহারে ভবে।
Random Song Lyrics :
- colt - kedalion lyrics
- in memory of me - images of eden lyrics
- sacrifice - el-khalil lyrics
- complicated - crystal casino (the colonies) lyrics
- agente secreto - garotos podres lyrics
- no time - cam lyrics
- mi catrina - vincenzo torsiello lyrics
- roter wein - kärbholz lyrics
- morning sun - scandal (jpn) lyrics
- madness unforeseen - turbulence lyrics