rum jhum jhum - shaan lyrics
Loading...
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
খেজুর পাতার নুপুর বাজায়ে কে যায় ।
ওড়না তাহার ঘূর্ণী হাওয়ায় দোলে
কুসুম ছড়ায় পথের বালুকায় ।।
তার ভুরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার
সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার ।
তার ডালিম ফুলের ডালি
গোলাপ গালের লালি
ঈদের চাঁদ – ও চায় ।।
আরবী ঘোড়ার সওয়ার বাদশাজাদা বুঝি
সাহারাতে ফেরে কোন মরীচিকায় খুঁজি ।
কত তরুণ মুছাফির পথ হারালো হায়!
কত বনের হরিণ মোরে তারি রূপ তৃষায়
Random Song Lyrics :
- remember me - xotrapp lyrics
- pretending - m & seven zs lyrics
- burden - blacksound lyrics
- trap house - joe grind lyrics
- limousine - lil wiz lyrics
- awkward - brutalism lyrics
- hash slinging slasher (remix) - kidx (rapper) lyrics
- idontwannawakeup ⚰️ - david shawty lyrics
- conflix vs. nugget - ibattle lyrics
- if you ain't knowing - poetik suspekt lyrics