prano bhoriye trisha horiye - sayani lyrics
Loading...
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান ॥
আরো আলো আরো আলো
এই নয়নে, প্রভু, ঢালো।
সুরে সুরে বাঁশি পুরে
তুমি আরো আরো আরো দাও তান ॥
আরো বেদনা আরো বেদনা,
প্রভু, দাও মোরে আরো চেতনা।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ।
আরো প্রেমে আরো প্রেমে
মোর আমি ডুবে যাক নেমে।
সুধাধারে আপনারে
তুমি আরো আরো আরো করো দান ॥
Random Song Lyrics :
- da geht was - k.i.z. lyrics
- pull that trigger - tommee profitt lyrics
- the rain ain't that bad - eric j. lyrics
- uh oh - officalyungdemon lyrics
- time machine - logos apeili lyrics
- go it alone [mix cut] - club mix - dash berlin lyrics
- first things first - ebun noir lyrics
- pobre jack - nelson machado lyrics
- malorie - jimson lyrics
- lluvia en el cristal - pablo lópez lyrics