tumi sundar tai cheye thaki - satinath mukherjee lyrics
Loading...
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়
সেকি মোর অপরাধ?
চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী
বলে না তো কিছু চাঁদ।।
চেয়ে’ চেয়ে’ দেখি ফোটে যবে ফুল
ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি’ ঝুরে’ চাতকিনী
মেঘ করে না তো প্রতিবাদ।।
জানে সূর্যেরে পাবে না
তবু অবুঝ সূর্যমুখী
চেয়ে’ চেয়ে’ দেখে তার দেবতারে
দেখিয়াই সে যে সুখী।।
হেরিতে তোমার রূপ-মনোহর
পেয়েছি এ আঁখি, ওগো সুন্দর।
মিটিতে দাও হে প্রিয়তম মোর
নয়নের সেই সাধ।।
Random Song Lyrics :
- flores - banda rupestre lyrics
- apressadinho - calcinha preta lyrics
- glitter de principiante - kid abelha lyrics
- meu mundo se desfez - grupo hegemonia lyrics
- casa abandonada - elmo carneiro lyrics
- acima das estrelas - catia regiely lyrics
- gata selvagem - bonde do maluco lyrics
- realidade - rafael queiroga lyrics
- sem coração - tropa de elite lyrics
- ainda tô achando - mamelungos de recife lyrics