lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

brishti - sanjoy, muza & jon kabir lyrics

Loading...

[verse 1: muza]
মেঘেরা নিচে নেমে এসেছে
ধুলোর মতো আমায় উড়িয়ে দিতে
ঝড়ে আমি জানি কীভাবে ধরে থাকতে
যে জন্য সত্য মেনে নিয়েছি

[chorus: jon kabir]
বৃষ্টি, তুমি কাছে এসে
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
আমার সুখ আর আমার এ হাসি যে
জানি না কেন তোমার টানে হারায়
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে

[verse 2: muza]
girl you got me falling deep
your love’s got me on my knees
no matter the distance, no matter the pain
i’ll be there for you girl, time and again

[chorus: jon kabir]
বৃষ্টি, তুমি কাছে এসে
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
আমার সুখ আর আমার এ হাসি
জানি না কেন তোমার টানে হারায়
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
[bridge: jon kabir]
এসব এ আমায় ঘিরে থাকে
ভেঙে যাওয়া আমার এ হৃদয়ে
আশা জমে উড়ে যায় আকাশে
সেই আশা ঝরে পড়ে যেমনে

[chorus: jon kabir]
বৃষ্টি, তুমি কাছে এসে
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে
আমার সুখ আর আমার এ হাসি
জানি না কেন তোমার টানে হারায়
বৃষ্টি, নিলে আমার সব কেড়ে

[outro:jon kabir]
বৃষ্টি, তুমি কাছে এসে
বৃষ্টি, বৃষ্টি, নিলে আমার সব কেড়ে

Random Song Lyrics :

Popular

Loading...