tarpore o - samim afran shanto, ohin islam rupok, shahin kazi. lyrics
Loading...
“lyrics by shahin kazi”
যদি গ্যালেক্সিটা থেমে যায়
নক্ষত্র গুলো ডুবে যায়
যদি ব্লাক*হলে চাঁদাটা নিয়ে যায়।(2×)
রাস্তায় না চলে গাড়ি।
তারপরেও তুই থাকবি
সাইকেলের পেছনের সিটে
সস্তা সিনেমা হলের সিটে
ভাস্করের মোড়ে।
যদি বাতাসটা থেমে যায়
স্বপ্নেরা হারিয়ে যায়
শুকিয়ে যায় জলেরা।
যদি পাখিরা না ডাকে ভরে
অন্ধকার আর না নামে।
তারপরেও তুই থাকবি
ঝালমুড়ি ফুচকা আইক্রিমে
আর ওই নোটনদার চায়ের কাপে।
শোন যদি আকাশটা
আর না দেখতে পাই
বৃষ্টিও পালিয়েছে বেশ।(2×)
আলোর ও না পাই দেখা
জ্যোৎনাও আর নামবে না।
তারপরেও তুই থাকবি
ভাঙাচোরা কনসাটে
বাটন মোবাইল এর মেসেজে
ডান পাশের কাধে।
তারপর ও তুই থাকবি(২×)
বাসন্তী।
Random Song Lyrics :
- ***** (pt. 3) - plk lyrics
- tere sadke balam (from "amar ") - lata mangeshkar lyrics
- demigod - ichillin’ (아이칠린) lyrics
- 반복재생 (on repeat) - toil & gist lyrics
- armonia de navidad - chiara oliver lyrics
- 1월 (january) - sung hae bin (성해빈) lyrics
- god willing - アルバ・セラ (alba sera) lyrics
- take me back to the party - tom jones lyrics
- trance v: cerulean sun - anomalie lyrics
- unfair game - daisy park lyrics