ek mukhi rasta - sallok feat. james lyrics
Loading...
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
হেসে উঠি হো হো হো
দুঃখেও কাঁদি না
হায়রে অবুঝ নিয়ম
বুঝেও বুঝলি না।
গেয়ে উঠি মন টানে
মনও জানে না
হায়রে অবুঝ এ মন
চিনেও চিনলি না।
এই পথ যাবে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
ধন্যবাদ।।।।
Random Song Lyrics :
- carry on - shallow side lyrics
- ghost - lara snow lyrics
- eve of destruction - crashdog lyrics
- one man - jahneration lyrics
- wait & see (tylr ridr remix) [ft. girli] - tinx lyrics
- death train - the tiger lillies lyrics
- inner me - swixo lyrics
- bitte nicht nachmachen - clickclickdecker lyrics
- hot wheels - cooli lyrics
- battle - strawbs lyrics