arun kanti kego - salauddin ahmed lyrics
Loading...
অরুণ-কান্তি কেগো যোগী ভিখারি।
নীরবে হেসে। দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি ।।
রাসবিলাসিনী আমি আহিরিণী
শ্যামল-কিশোর-রূপ শুধু চিনি
অম্বরে হেরি আজ একি জ্যোতি-পূঞ্জ?
হে গিরিরাজপতি! কোথা গিরিধারী ।।
সম্বর সম্বর মহিমা তব
হে ব্রজেশ ভৈরব! আমি ব্রজবালা,
হে শিব সুন্দর! বাঘছাল পরিহর――
ধর নটবর বেশ পর নীপমালা।
নব-মেঘ-চন্দন ঢাকি’ অঙ্গ জ্যোতি
প্রিয় হ’য়ে দেখা দাও ত্রিভুবন পতি,
পার্ব্বতী নহি আমি, আমি শ্রীমতি,
বিষাণ ফিরিয়া হও বাঁশরী-ধারী।।
Random Song Lyrics :
- stand up walk feat. virtue, blessed & cjay - jayess lyrics
- bentley truck - dave east lyrics
- victorious days - j4ydizz1e lyrics
- don't speak - dead ties lyrics
- savvy - 'shad wrecko lyrics
- pyramide - jeune ras lyrics
- nom de famille - eman x vlooper lyrics
- ain't - matty. lyrics
- we haven't changed - slowtide lyrics
- un palo - benny benni, endo & delirious lyrics