mati hobo mati - sakina siddiqua lyrics
ওরে মাটি হব মাটি…
কেন কর কান্নাকাটি…
ওরে মাটি হব মাটি…
কেন কর কান্নাকাটি…
আতর আনো, লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
আতর আনো, লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
ওরে মাটি হব মাটি…
কেন কর কান্নাকাটি…
মাওলা ছাড়া কেউ নাইরে
মাওলা ছাড়া কেউ নাই
মাওলা ছাড়া কেউ নাইরে
মাওলা ছাড়া কেউ নাই
আতর আনো, লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
আতর আনো, লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
ওরে মাটি হব মাটি…
কেন কর কান্নাকাটি…
কলেমা শাহাদাত পড়ো উচ্চস্বরে
মাবুদ যেন তোর আজাব একটু কম করে
কলেমা শাহাদাত পড়ো উচ্চস্বরে
মাবুদ যেন তোর আজাব একটু কম করে
আতর আনো, লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
আতর আনো, লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
ওরে মাটি হব মাটি…
কেন কর কান্নাকাটি…
ওরে মাটি হব মাটি…
কেন কর কান্নাকাটি…
দুই টুকরা তুলা দিও নাকেরও ভেতরে
গোসল করাইয়ো আমায় পরিষ্কার করে
দুই টুকরা তুলা দিও নাকেরও ভেতরে
গোসল করাইয়ো আমায় পরিষ্কার করে
আতর আনো, লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
আতর আনো, লোবান আনো
সাজাও আমায় পরিপাটি
ওরে মাটি হব মাটি…
কেন কর কান্নাকাটি…
ওরে মাটি হব মাটি…
কেন কর কান্নাকাটি…
Random Song Lyrics :
- cerberus - $uicideboy$ lyrics
- i'm so happy i found you - lucinda williams lyrics
- desamparados - hora zulu lyrics
- wolfchasers - suotana lyrics
- swamped [live 2018] - lacuna coil lyrics
- the nomad (frozen plasma remix) - michigan lyrics
- put it on - na-goyah lyrics
- i can see you with my eyes closed - ray price lyrics
- im coming - lil tracy lyrics
- yeladim ka'ele - ילדים כאלה - noam dadon - נועם דדון lyrics