tomra ja bolo tai balo - sahana bajpaie lyrics
[chorus]
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[verse 1]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[verse 2]
এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে
[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[verse 3]
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে
[bridge]
ওই আকাশ ছাওয়া
কাহার চাওয়া
আকাশ ছাওয়া
কাহার চাওয়া
এমন ক’রে লাগে
আজি আমার নয়নে
[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো
[outro]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
Random Song Lyrics :
- stay away from me - chemically tanned lyrics
- what is mine - pine barons lyrics
- enta tani | إنت تاني - haifa wehbe lyrics
- yqs - luti lyrics
- the avaricious ones - crypt crawler lyrics
- s.w.i.y.m. (say what's in your mind) - naveed cb lyrics
- don’t be mad at me - timmes lyrics
- wake the dawn - frontier lyrics
- sokan el leel | سكان الليل - el joker lyrics
- shutting down - alyson mcnamara lyrics