tomar khola hawaa - sahana bajpaie lyrics
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
রেখো না আর, বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
Random Song Lyrics :
- parachute - vinxen lyrics
- imu - john derek lyrics
- pernell whitaker - napoleon da legend lyrics
- kika pa karai - meno choppa lyrics
- vai lembrar de mim - camila e thiago lyrics
- the turn that our life took - khaleydos lyrics
- i love life - handsomely rich kings lyrics
- 響 -こえ- (sound -voice-) - every little thing lyrics
- intro - dro montana lyrics
- 飞了 (flying) - 崔健 (cui jian) lyrics