lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

moloyo batashe - sahana bajpaie lyrics

Loading...

[chorus]
আমরা মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান
মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান

[chorus]
মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান
[verse 1]
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্ন সৃজন
কবিতা করিবে আমাকে বীজন
প্রেম করিবে স্বপ্ন সৃজন
স্বর্গের পরী হবে সহচরী
দেবতা করিবে হৃদয় দান

[chorus]
মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান

[verse 2]
সন্ধ্যার মেঘে করিবো দু’কূল
ইন্দ্রধনুরে চন্দ্রহার
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার
সন্ধ্যার মেঘে করিবো দু’কূল
ইন্দ্রধনুরে চন্দ্রহার
তারায় করিবো কর্ণের দুল
জড়াবো গায়েতে অন্ধকার

[verse 3]
বাষ্পের সনে আকাশে উঠিবো
বৃষ্টির সনে ধরায় লুটিবো
বাষ্পের সনে আকাশে উঠিবো
বৃষ্টির সনে ধরায় লুটিবো
সিন্ধুর সনে সাগরে ছুটিবো
ঝঞ্ঝার সনে গাহিবো গান
[chorus]
মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান
ঘুমাবো কেতকী সুবাস শয়নে
চাঁদের কিরণে করিবো স্নান

[chorus]
মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান
আমরা মলয় বাতাসে ভেসে যাবো
শুধু কুসুমের মধু করিবো পান

Random Song Lyrics :

Popular

Loading...