kon puraaton praaner taaney - sahana bajpaie lyrics
Loading...
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব*বাতাসে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব*বাতাসে
মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ*গানে
গানে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
অঙ্গে সে মোর দেয় দোলা যে
অঙ্গে সে মোর দেয় দোলা যে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে
আনে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
Random Song Lyrics :
- you're the only one - jamia lyrics
- leaving (bonus track) - thisismarshall lyrics
- mask of hatred - fall of serenity lyrics
- all the time in the world - the jeffrey lewis & peter stampfel band lyrics
- kombo - gettomasa lyrics
- outside of me - jandek lyrics
- don’t want you back - anweezy lyrics
- good girl - akon lyrics
- oggi - alan sorrenti lyrics
- imala sam - nada obrić lyrics