lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

fooley fooley dholey dholey - sahana bajpaie lyrics

Loading...

[verse 1]
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়

[chorus]
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়

[verse 2]
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়

[chorus]
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়

Random Song Lyrics :

Popular

Loading...