fooley fooley dholey dholey - sahana bajpaie lyrics
Loading...
[verse 1]
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়
[chorus]
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
[verse 2]
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়
[chorus]
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
Random Song Lyrics :
- lyrik - kawner lyrik lyrics
- if thou long'st so much to learn - thomas campion lyrics
- le storie più grandi - stylophonic lyrics
- liverpool x pepe lit ( mo beats remix ) - bi$hxx lyrics
- forbidden love - pop princess lyrics
- cold wind (ghost) - teni rane lyrics
- es de bien nasíos ser agradesíos (live) - mojinos escozios lyrics
- lamentável, pt. iv - froid lyrics
- seeds - atsuko chiba lyrics
- redemption - fr1zeon lyrics