emon manob samaj - sahana bajpaie lyrics
[chorus]
যেদিন হিন্দু, মুসলমান
যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
জাতি*গোত্র নাহি রবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[verse 1]
শুনায়ে লোভের বুলি
শুনায়ে লোভের বুলি
নেবে না কেউ কাঁধের ঝুলি
ইতর আতরাফ বলি
ইতর আতরাফ বলি
দূরে ঠেলে নাহি দেবে
[refrain]
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[verse 2]
আমির*ফকির হয়ে একঠাই
আমির*ফকির হয়ে একঠাই
সবার পাওনা পাবে সবাই
আশরাফ বলিয়া রে হায়
আশরাফ বলিয়া রে হায়
ভবে কেহ নাহি পাবে
[refrain]
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[verse 3]
ধর্ম, কুল, গোত্র, জাতির
ধর্ম, কুল, গোত্র, জাতির
তুলবে না গো কেহ জিগির
কেঁদে বলে লালন ফকির
কেঁদে বলে লালন ফকির
কে মোরে দেখায়ে দেবে?
[refrain]
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
[chorus]
যেদিন হিন্দু, মুসলমান
যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
জাতি*গোত্র নাহি রবে
এমন মানব সমাজ কবে গো, কবে গো সৃজন হবে?
Random Song Lyrics :
- close of the day - grey eye glances lyrics
- vestida de nit - sílvia pérez cruz lyrics
- rogativa de loncomeo - josé larralde lyrics
- all the flesh and the entrails - kill the hunters lyrics
- gratte - fred fortin lyrics
- luna - denise rosenthal lyrics
- you dont know me - kakugan lyrics
- call in dead - we are the union lyrics
- nrgy (feat. tab) - xav. & ola lyrics
- such a vibe - monaco (band) lyrics